জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ১ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করা হয়েছে। এখন থেকে সশরীরে সব ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আগের মতো সপ্তাহে পাঁচ দিন সশরীরে ক্লাস চলবে।
বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভা হয়। সেখানে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের ক্লাসের পরিবর্তে আগামী ১ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়। সভায় সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।
এর আগে ২০২২ সালে আগস্ট মাস থেকে সপ্তাহের একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেসময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।