বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। ১৪ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সাজিদের বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। বন্ধু-সহপাঠী সবাই পরীক্ষার হলে ফিরলেও ফেরেননি সাজিদ। তার স্মরণে পরীক্ষার হলের একটি সিট ফাঁকা রাখেন সহপাঠীরা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন সময়ে দেখা গেছে, ৩১৫ নম্বর কক্ষের একটি আসনে ফুল ও বাংলাদেশের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ বলেন, ‘আজ আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসঙ্গে প্রিপারেশন নিতাম। সাজিদ না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমরা একই বেঞ্চে বসে দেই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরলো।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব একটিভ ছিল সে। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসতো, তাই তাকে স্মরণ করেই এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’