শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
একটি সূত্র নিশ্চিত করেছে, উপাচার্যের দায়িত্ব ছেড়ে তিনি পূর্বের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেছেন।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন তিনি।