উপাচার্যের পদত্যাগের পর হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

এবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এর আগে শনিবার হাবিপ্রবির উপাচার্যের পদ থেকে অধ্যাপক এম. কামরুজ্জামান, প্রক্টরের পদ থেকে অধ্যাপক ড. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনরা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহবুব হোসেন পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের একদিন পর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলো প্রশাসন।