সব বর্ষের শিক্ষার্থীরা ঢাবি হলে, ফুল-চকলেট-মাস্কে বরণ

দীর্ঘ দেড় বছর পর রবিবার (১০ অক্টোবর) সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। এ দিন বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠছেন। এর আগে ৫ অক্টোবর এক ডোজ করোনা টিকা নেওয়ার শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়। 

রবিবার সরেজমিনে দেখা যায়, বই হাতে, ব্যাগ কাঁধে হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। আগত শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছে হল প্রশাসন।

ফুল ও চকলেটবহুদিন পর হলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী আশিকুল হক রিফাত বলেন, ‘দেড় বছর ধরে হলের বাইরে। কতদিন বন্ধুদের সঙ্গে দেখা নেই। এতদিন পথ চেয়েছিলাম কবে হল খুলবে, বন্ধুদের সঙ্গে দেখা হবে!  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো মিলনের মহেন্দ্রক্ষণ। হল খুলেছে, বন্ধুরা এসেছে। তাদের দেখে অসম্ভব ভালো লাগছে। আশা করি, অতিদ্রুত সশরীরে ক্লাস শুরু হবে। আবার আমরা নতুন উদ্যমে পড়ালেখা চালিয়ে যাবো।’

শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হচ্ছেকবি জসিম উদ্দিন হলের শিক্ষার্থী সৈয়দ মোসাদ্দেকুন নবী মওলা বলেন, ‘দীর্ঘদিন পর দেখতে পেলাম সেই পরিচিত আঙিনা, অনেক দিন পর কাছের বন্ধুরা একত্রিত হলাম। হল প্রশাসন আমাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বরণ করে নিয়েছে, এ জন্য তাদের ধন্যবাদ।’

রোকেয়া হলে শিক্ষার্থীরাসরেজমিনে দেখা যায়, গণরুমের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হলেও বিজয় একাত্তর হলে তাদের ওঠানো হয়নি। এ বিষয়ে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ‘আজ শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে। আর গণরুমের শিক্ষার্থীরা আবাসিক না, তাই তাদের হলে উঠতে দেওয়া হচ্ছে না। আগামী ১৭ অক্টোবর সশরীরে ক্লাস শুরু হওয়ার পর সব শিক্ষার্থী এলে বিজ্ঞপ্তির মাধ্যমে সবার জন্য খুলে দেওয়া হবে এবং তাদের কিছু নির্দেশনা দেওয়া হবে।’