শেকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের লক্ষ্যে মানুষকে বেশি বেশি ডিম খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে বিশ্বের অন্যান্য দেশের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস-২০১৯’। 

এ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’। 

আজ শনিবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালের ট্রেজেরার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ড. কে. বি এম সাইফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শেখ কামাল ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শেখ কামাল ভবনের সামনে শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।