প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাইয়ের পুনর্মিলনী

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল এলামনাই গাজীপুর জোন-এর পুনর্মিলনী

‘বস্ত্র খাতকে বাঁচাও, অর্থনীতিকে বাঁচাও, দেশকে বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএম সেন্টারে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা উপস্থিত ছিলেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এম. এ. সাঈদ মিয়া, হেলাল উদ্দিন এবং বিভিন্ন বিভাগের প্রধানগণসহ প্রাক্তন ছাত্র এবং সিনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল ডাকুয়া ও রাশেদ আহমেদসহ চার শতাধিক ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারগণ দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইভেন্ট শেষে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিশেষভাবে আলোচনা করা হয়। এতে দক্ষ ও স্থানীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দেশে এবং বিশ্বে তৈরি পোশাক ব্যবসায় প্রতিযোগিতামূলক বাজার সম্প্রসারণের মাধ্যমে সবুজ বিশ্বের এবং স্থায়িত্বের ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল লিস্কি টেকনোলজি (বিডি) লি., কেসি টেক্স ইন্টারন্যাশনাল লি., করপোরেট ফিল্ড এবং আরটেক্স করপোরেশন লি.। পরিশেষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানটি লটারি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।