করোনাকালের দলিল ‘করোনাপঞ্জি’

ফারাহ জাবিন শাম্মীর ‘করোনাপঞ্জি’ বই নিয়ে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, ‘করোনাভাইরাস মহামারির ভয়ানক স্মৃতি ফারাহ জাবিন শাম্মী রোজনামচার আকারে উপস্থাপন করেছেন, একইসঙ্গে সেই সময়ের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিষয়গুলোকে মনের গভীর থেকে উপলব্ধির চেষ্টা করেছেন। প্রতিদিনের এসব বিবরণ শুধু তথ্যবহুলই নয়, বরং যেকোনো পাঠকের অনুভূতিকে ছুঁয়ে যাবে।’

ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, “‘করোনাপঞ্জি’ একটি বড় রকমের ডকুমেন্ট হয়ে গেল। বইটি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বইয়ের সবচাইতে বড় যে বিষয়টি আমাকে বিস্মিত করেছে যে, লেখক একদিনের জন্যও এই ডায়েরি লেখা বন্ধ করেননি।’

করোনাভাইরাস মহামারির ভয়ানক স্মৃতি ফারাহ জাবিন শাম্মী রোজনামচার আকারে উপস্থাপন করেছেনবইটির লেখক বলেন, ‘করোনার তথ্য ছাড়াও বইটিতে ছোট ছোট কবিতা, গল্প, স্মৃতি ও নানা ধরনের ঘটনা তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত ডায়েরি বই আকারে প্রকাশ করার বিষয়টা আমার কাছে অবশ্যই ভালো লাগার, আনন্দের ও দারুণ অভিজ্ঞতারও।’

আরও বক্তব্য রাখেন, এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সহযোগী হোমায়রা আহমেদ প্রমুখ।

৫৬০ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১