সোফা পরিষ্কার করবেন যেভাবে

অনেক দিন পরপর সোফা পরিষ্কার করা ঠিক নয়। এতে ময়লা বসে যায়। কয়েক মাস পরপরই সোফা পরিষ্কার করে নিন। অনেকেই সোফা পরিষ্কারের জন্য ডেকে আনেন বিশেষজ্ঞ কাউকে। তবে নিজেও কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন সোফা। 

চামড়ার সোফা পরিষ্কার করার জন্য প্রথমে একটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সম্পূর্ণ সোফা ও এর ভাজে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। যদি হাতের কাছে ভ্যাকুয়াম ক্লিনার না থাকে তাহলে শুকনো ও পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারে, যদি এটি দিয়ে পরিষ্কার করা একটু কষ্টসাধ্য। এ পর্যায়ে একটি পাত্রে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এর পরিবর্তে আপনি রাবিং অ্যালকোহোলও ব্যবহার করতে পারেন। এরপর সাদা ও পরিষ্কার মাইক্রোফাইবারের তৈরি কাপড় ভিনেগার মিশ্রিত অথবা রাবিং অ্যালকোহোলে ভিজিয়ে তা দিয়ে সোফার ময়লাযুক্ত স্থানে আলতোভাবে ঘষতে থাকুন। এভাবে একই পদ্ধতিতে কয়েকবার ঘষামাজ করলে দাগ ও ময়লা পরিষ্কার হয়ে যাবে।

আরেকটি পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন সোফা। এজন্য ৩ কাপ পানি গরম করে ৩ টেবিল চামচ ভিনেগার, ৩ চা চামচ ডিশ ওয়াশিং লিকুইড ও ৩ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। একটি নরম তোয়ালে বা কাপড় সাবধানে গরম পানিতে চুবিয়ে নিন। চিপে বাড়তি পানি ফেলে দিন। এবার চিপে নেওয়া কাপড়টি বিছিয়ে তার উপর প্যানের ঢাকনা রাখুন। তোয়ালের চার কোনা ঢাকনার ওপর দিকে নিয়ে এসে পেঁচিয়ে নিন। তোয়ালেসহ ঢাকনাটি সোফার ওপর একটু চাপ দিয়ে দিয়ে ঘষে পরিষ্কার করে নিন সোফা। 

ফেব্রিক সোফা পরিষ্কারের জন্য প্রথমে সোফার উপরে সবখানে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন। এবং এবার এটিকে ৩০-৫০ মিনিটের জন্য রেস্টে রেখে দিন। এই সময়ের মধ্যে বেকিং সোডার সাথে সোফায় লেগে থাকা ময়লার রাসায়নিক বিক্রিয়া হয়ে ময়লাগুলো সোফা থেকে আলগা হয়ে যাবে। ৩০-৫০ মিনিট অপেক্ষা করার পরে বেকিং সোডা মুছে ফেলার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। আর বাড়িতে যদি ভ্যাকুয়াম ক্লিনার না থাকে তাহলে একটি বড় ব্রাশ ব্যবহার করতে পারেন। এরপর একটি স্প্রে বোতলে এক কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ সাদা ভিনেগার, ১ টেবিল চামচ বেকিং সোডা, পরিমাণ মতো লিকুইড ডিশ ওয়াশ এবং একটি কাগজি লেবুর রস ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দ্রবনটি সোফার সব জায়গায় ভালোভাবে স্প্রে করে দিন। এমনভাবে স্প্রে করা যাবে না যাতে পানি চুপচুপে হয়ে যায়, আবার খুব হালকা করেও স্প্রে করা যাবে না। স্প্রে করা শেষ হলে সেটাকে শুকাতে দিন।