ঈদ কেনাকাটায় সারা’র র‍্যাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা

ঈদ উপলক্ষে ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ আয়োজন করেছিল বিশেষ র‌্যাফেল ড্রয়ের। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি রয়েল এনফিল্ড বাইক, যা ছিল র‍্যাফেল ড্রটির মূল আকর্ষণ।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় সারা’র নারায়ণগঞ্জের আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপস্থাপিকা মৌসুমি মৌ। র‍্যাফেল ড্রটিতে প্রথম পুরস্কার রয়েল এনফিল্ড জিতেছেন মো. মজিবর রহমান। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ডাবল ডোর ফ্রিজ পেয়েছেন মো. মোশফিকুর রহামান। তৃতীয় বিজয়ী হয়েছেন এস এম আবু সায়েম। তিনি ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা আসা যাওয়ার একটি কাপল টিকিট পেয়েছেন।

ঈদ উপলক্ষে সারা লাইফস্টাইল থকে ন্যূনতম চার হাজার টাকার পণ্য কিনলে একটি কুপন দেওয়া হয়েছিল। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা। গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সারা লাইফস্টাইল ।