বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি-২৭ নম্বরে (বাড়ি নম্বর-২৭৫কে) ‘নাভানা মাশিরা’ বিল্ডিং-এ উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের কফিশপ 'ক্যাফে ভিনটেজ’ এর। উদ্বোধন উপলক্ষে আজ সব ধরনের কফিতে থাকছে ছাড়।
সকাল ১০টায় ক্যাফেটির উদ্বোধন করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কর্তব্যরত দেশের খ্যাতিমান চিকিৎসক ড. কে. এইচ. হক, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কন্ঠযোদ্ধা আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, একুশে পদকপ্রাপ্ত কন্ঠশিল্পী মাহমুদ সেলিম, নন্দিত চিত্রশিল্পী অশোক কর্মকার, নন্দিত আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ ও শিল্পী রেজাউল হক। উপস্থিত ছিলেন ক্যাফে ভিনটেজ -এর অন্যতম কর্ণধার দেশের নন্দিত আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, সৈয়দ মারুফ আলী ও আহসান উল্লাহ পাটোয়ারী।
উদ্যোক্তারা বলেন, 'গত এক বছর ধরে সুনামের সঙ্গে তারা লেভেল-২ ও ৩ এর ৬১০০ বর্গফুটে আধুনিক সাজে সজ্জিত 'ভিনটেজ কনভেনশন হল' চালিয়ে আসছেন। অতিথি ও শুভানুধ্যায়ীদের বিশেষ অনুরোধে লেভেল -৩ এ উদ্যোক্তারা শুরু করেন এ কফি শপ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় দিনব্যাপী আবৃত্তি ও গানের অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন দেশের বরেণ্য শিল্পীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও চিত্রশিল্পী জাহিদ মুস্তাফা এবং সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিশিল্পী শিখা সেন গুপ্তা।