বিশ্বের শীর্ষ ১০ সুখী দেশের নাম জেনে নিন

প্রতি বছর ২০ মার্চ বিশ্ব সুখ দিবস বা হ্যাপিনেস ডে পালিত হয়। ২০১২ সালের জুনে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় দিবসটি। বিশ্ব সুখ দিবসের লক্ষ্য মানুষকে তাদের জীবনে সুখ এবং সুস্থতার গুরুত্ব উপলব্ধি করানো। দিবসটি উপলক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রকাশ করেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি নিয়ে মনোভাবসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতিবেদনটি দেশগুলোকে মূল্যায়ন করে।

১৪০টির বেশি দেশ থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা তাদের সর্বশেষ তিন বছর কেমন কেটেছে, তার তথ্য দেন এবং সেই ভিত্তিতে দেশের মানুষের সুখী হওয়ার একটি গড় মূল্যায়ন করা হয়। এবারের প্রতিবেদনের জন্য ২০২২ থেকে ২০২৪ সাল বিবেচনায় নেওয়া হয়েছে।

টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড শীর্ষে রয়েছে। সুখী দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর এই অবস্থানে নেমে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের পেছনে। এ বছর তালিকায় থাকা ১৪৭টি দেশের মধ্যে সবার শেষে রয়েছে আফগানিস্তান।

জেনে নিন বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশ কোনগুলো।

  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. আইসল্যান্ড
  4. সুইডেন 
  5. নেদারল্যান্ডস
  6. কোস্টারিকা
  7. নরওয়ে
  8. ইসরাইল
  9. লুক্সেমবার্গ
  10. মেক্সিকো