প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে এই ৮ অভ্যাস

সম্পর্কে জড়িয়ে পড়া খুব একটা কঠিন না হলে সম্পর্ক ধরে রাখা বেশ সাধনার ব্যাপার। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুপক্ষকেই থাকতে হবে সচেষ্ট। সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সবসময়ই। কয়েকটি অভ্যাস আয়ত্ত করতে পারলে যুগল জীবন কাটবে বেশ আনন্দের সঙ্গেই। 

  1. ওপেন কমিউনিকেশন বা খোলামেলা আলোচনা করার অভ্যাস করুন। আপনি কী ভাবছেন সেটা স্পষ্টভাবে আলোচনা করবেন। এতে সম্পর্কের বোঝাপড়া ভালো থাকবে। সঙ্গীর বিশ্বাস অর্জনেও সক্ষম হবেন।
  2. সঙ্গীর কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন। সঙ্গী তার অনুভূতি প্রকাশের জন্য যেন আপনাকেই সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ভাবে।
  3. সঙ্গী হয়তো আপনার জন্য ছোট কোনও গিফট দিলো অথবা আপনাকে খুশি করার জন্য কোনও ছোটখাট আয়োজন করলো। তাকে মন থেকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। তার প্রশংসা করুন। তাকে জীবনে পেয়ে আপনি কতটুকু আনন্দিত সেটা মনে করিয়ে দিন। 
  4. অফিসে বা সাংসারিক জীবনে কাজের ব্যস্ততা থাকবেই। ব্যস্ততা যতই থাকুক, সঙ্গীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভুলবেন না। একসঙ্গে সিনেমা দেখা বা কোথাও ঘুরতে যাওয়ার মতো কোয়ালিটি টাইম আপনাদের বন্ধন দৃঢ় করবে। 
  5. সঙ্গীর প্রতি সহানুভূতিশীল থাকবেন। সম্পর্কের মূল সমস্যাগুলোই শুরু হয় সঠিক যোগাযোগের অভাব এবং পর্যাপ্ত সহানুভূতির অভাবে। ভীষণ প্রয়োজনে যেন হাত বাড়ালেই আপনাকে পায় আপনার জীবনসঙ্গী। সবসময় ও সব পরিস্থিতিতে সমর্থন করুন সঙ্গীকে। ভরসার জায়গা তৈরি করুন তার।
  6. সম্পর্ক যেন একঘেয়ে না হয়ে যায় সেজন্য মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়ে কিছু করুন। সঙ্গীর পছন্দের কোনও জিনিস গিফট দিতে পারেন হুট করে। এই ধরনের ছোটখাট সারপ্রাইজ আনন্দময় রাখবে সম্পর্ক।
  7. প্রেমের সম্পর্কে ভালোবাসার পাশাপাশি সম্মানও ভীষণ জরুরি। সম্মানহীন কোনও সম্পর্কের পথ কখনোই মসৃণ হয় না। পরস্পরের মতামতও সমান গুরুত্ব দিয়ে দেখা জরুরি। 
  8. একসঙ্গে থাকতে গেলে নানা কারণে মতের অমিল কিংবা ঝগড়া হতেই পারে। এ ধরনের পরিস্থিতিতে একে অন্যকে দোষ না দিয়ে চেষ্টা করুন যৌক্তিক সমাধান খুঁজতে। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া