তারকাদের পূজার সাজ

বিজয়া দশমীর মাধ্যমে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা। লাল পেড়ে সাদা শাড়ির ঐতিহ্যবাহী সাজের পাশাপাশি আধুনিকতার মেলবন্ধনও লক্ষণীয় ছিল তারকাদের সাজপোশাকে। রঙিন সাজে পূজার আনন্দ আয়োজনে উপস্থিত হয়েছিলেন তারকারা। এক ঝলকে দেখে নিন তারকাদের পূজার সাজ। 

আটপৌরে শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় সিঁদুর খেলতে হাজির হন রানী মুখার্জি। অন্যদিকে কাজল হাজির হয়েছিলেন ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়িতে। ছবি- সংগৃহীত

স্লিভলেস সালওয়ার কামিজ পরেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি- সংগৃহীত

বিদ্যা সিনহা সাহা মিমের সপ্তমীর সাজ। ছবি- মিমের ফেসবুক থেকে সংগৃহীত

কাজল ও জয়া বচ্চন পূজা মণ্ডপে এসেছিলেন এমন সাজে। ছবি- সংগৃহীত

জর্জেটের লাল পাড়ের সাদা পারেন রাইমা সেন। ছবি- সংগৃহীত

পূজা মণ্ডপে অভিনেত্রী আলিয়া ভাট। ছবি- সংগৃহীত

সপ্তমীর সাজে অভিনেত্রী রানী মুখার্জি। ছবি- সংগৃহীত