চুলের যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন যেভাবে

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েল চুলের যত্নে অতুলনীয়। মাথার ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি খুশকি কমাতে, চুলের শক্তি এবং মসৃণতা বাড়াতে এই তেলের ভূমিকা রয়েছে। ক্যাস্টর অয়েল রিসিনোলিক অ্যাসিড সমৃদ্ধ যা এক ধরনের ফ্যাটি অ্যাসিড। প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এই অ্যাসিড। চুলের জন্য ক্যাস্টর অয়েল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য হিসেবে কাজ করে।

ক্যাস্টর অয়েল অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং চুল পড়া রোধ করে। এটি ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড দিয়ে পূর্ণ যা এক ধরনের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এবং চুলের ফলিকলে প্রদাহ কমায় এই অ্যাসিড। ক্যাস্টর অয়েল মাথার ত্বকে রক্তের প্রবাহ বাড়ায় এবং চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখে। সপ্তাহে একবার চুলে ক্যাস্টর অয়েল লাগালে চুলের বৃদ্ধি স্বাভাবিক হারের পাঁচগুণ পর্যন্ত বৃদ্ধি পায় বলে মত প্রকাশ করছে বেশ কিছু গবেষণা। চুলে ক্যাস্টর অয়েল ব্যবহারের কিছু উপায় সম্পর্কে জেনে নিন।

ক্যাস্টর অয়েল খুব আঠালো এবং ভারী। ফলে তেলটি অন্যান্য প্রাকৃতিক তেল যেমন নারকেল, জুঁই বা জোজোবার সাথে মিশিয়ে নিন। এটি ক্যাস্টর অয়েলকে পাতলা করবে এবং গন্ধও কমিয়ে দেবে। তবে সপ্তাহে একবারের বেশি চুলে তেল ব্যবহার করবেন না। প্রায় এক ঘন্টা রেখে দিন চুলে এবং তারপরে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 

চুলে ব্যবহারের আরও কিছু উপায় 

  • ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ক্যাস্টর অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন হেয়ার প্যাকে।
  • আধা কাপ অ্যালোভেরা জেল, ২ চা চামচ ক্যাস্টর অয়েল, ১ চা চামচ পুদিনা পাতা গুঁড়ো ও ২ চা চামচ মেথি গুঁড়ো একসঙ্গে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান এটি। ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর কম ক্ষারযুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ আমন্ড তেল ও ২ টেবিল চামচ তিলের তেল মিশিয়ে নিন। মিশ্রণটি সামান্য গরম করে চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।