সোনা ও ক্রিস্টালে মোড়ানো পোশাকে অনন্ত-রাধিকার সংগীতের সাজ

ধনকুবের আম্বানি পরিবারের যেন বিয়ের আয়োজন শেষই হচ্ছে না। একের পর এক চলছে বিয়ের জমকালো আয়োজন। আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন। গতকাল  মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একটি জমকালো সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। 'সেলিব্রেশন অব হার্টস' নামকরণের এই আয়োজনটি ছিল তারকাবহুল।

ঝলমলে সাজে অনন্ত ও রাধিকা। ছবি- সংগৃহীত  

অনুষ্ঠানে বর অনন্ত আম্বানি এবং কনে রাধিকা বণিকের ঝলমলে সাজ মুগ্ধ করেছে অতিথিদের। খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার নকশা করা পোশাক পরেছিলেন অনন্ত-রাধিকা। খাঁটি সোনাখচিত পোশাক পরেছিলেন অনন্ত। রাধিকার পরনে ছিল ঝকমকে ক্রিস্টালের চমৎকার একটি লেহেঙ্গা। ঝাড়বাতি দ্বারা অনুপ্রাণিত এই পোশাকটি প্যাস্টেল রঙের। ক্রিস্টাল দিয়ে হাতে এমব্রয়ডারি করা হয়েছিল এটি। অফ-শোল্ডার ক্রিস্টাল স্টেটমেন্ট ব্লাউজ এবং জমকালো ওড়নায় রাধিকা যেন দ্যুতি ছড়াচ্ছিলেন ঝাড়বাতির মতোই।

অনন্ত আম্বানির সোনায় মোড়া পোশাকটির স্টাইলিং করে দিয়েছিলেন রিয়া কাপুর। গলাবন্ধ রাজকীয় পোশাকটি ছিল নিখুঁতভাবে এমব্রয়ডারি করা। এই পোশাকে ব্যবহৃত জরি এমব্রয়ডারিতে ব্যবহৃত সমস্ত উপাদানই আসল সোনার তৈরি।