কৃষ্ণচূড়ার লালে সেজেছে নগরী (ফটো স্টোরি)

ইটকাঠের তপ্ত নগরীর ফাঁকে ফাঁকে টকটকে লালের সমারোহ এখন। প্রকৃতিতে লাগা আগুন যেন ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়া গাছজুড়ে! আশেপাশে তাকালে অবাক হতে হয় এই ভেবে যে আনাচে কানাচে এতগুলো কৃষ্ণচূড়া গাছ লুকিয়ে ছিল! কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর। আমাদের দেশে সহজপ্রাপ্য এ গাছটির আদিনিবাস মাদাগাস্কারে। কৃষ্ণচূড়ার সবুজ কচি ফলগুলো সবুজ পাতার ভিড়ে লুকিয়ে থাকে। শীতে গাছের পাতা খসে পড়লে দেখা যায় গাঢ় ধূসর রঙের পাকা ফল। বসন্তকাল থেকে নিঃশব্দে ঝরে যাওয়া বিবর্ণ ফলগুলোর জায়গা একটু করে দখল করে নিতে থাকে রক্তিম ফুল। গ্রীষ্মে মনে হয় হঠাৎই যেন আগুন লেগে গেছে গাছজুড়ে! ফটো ফিচারে দেখে নিন কৃষ্ণচূড়ার অপূর্ব রূপ।