প্রশ্ন: আমার স্বামী অন্য নারীতে আসক্ত। আমাদের আট বছরের সংসার, সন্তান দুইজন। অনেক বুঝিয়ে, সন্তানদের দোহাই দিয়েও স্বামীকে ফেরাতে পারিনি। খুব দুর্ব্যবহার করে বোঝাতে গেলে। এমনকি তার পরিবারের কথাও শোনে না। কী করবো?
উত্তর: আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য। বহুগামিতা একটি অপরিবর্তনীয় বৈশিষ্ট্য যা থেকে কাউকে ফেরানো দুঃসাধ্য। সুতরাং হয় আপনাকে আপনার স্বামীর সাথে আপোস করে সংসার টিকিয়ে রাখতে হবে অথবা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। তবে বয়সের সাথে সাথে আপনার স্বামীর বহুগামিতার মাত্রা কিছুটা কমে যেতে পারে। বর্তমান সমাজ ব্যবস্থায় সন্তান পরিচর্য়ার জন্য বাবা এবং মা উভয়কেই প্রয়োজন। এই সামাজিক প্রয়োজনেই মানব প্রজাতি একগামী ভূমিকা পালন করে আসছে। নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বহুগামীতা বেশি। কারণ সন্তান ধারণ ও প্রতিপালনে নারীকেই অধিক শ্রম ও সময় বিনিয়োগ করতে হয় পুরুষের তুলনায়। নারীরা স্বভাবতই তার সঙ্গীর বহুগামিতা মেনে নিতে পারে না। জিনগত বৈশিষ্ট্যের হেরফেরের কারণে বহুগামিতার মাত্রা কমবেশি হতে পারে। অক্সিটোসিন হরমোনের মাত্রা/প্রভাব কারোর মধ্যে বেশি হলে তার মধ্যে একগামিতা বেশি থাকে কিন্তু পরমতসহিষ্ণুতা কম থাকে।
প্রশ্ন: আমাদের বিয়ের প্রায় বারো বছর চলছে। কম বয়সে বিয়ে করেছিলাম। এরপর পড়াশোনা শেষ করে ভালো অবস্থানে আসতে আসতেই সময় চলে যায় অনেকটা। এখন আমার বয়স ৩৪, স্ত্রীর বয়স ৩০। আমি সন্তান নিতে চাই, কিন্তু স্ত্রী এতে সম্মত না। এমন না যে সে কয়েক বছর পর নিতে চায়। সে সন্তান নিতেই চায় না। এটা নিয়ে খুব মানসিক অশান্তিতে আছি। কী করতে পারি?
উত্তর: আগে আপনারা পরস্পরের সঙ্গে ঠান্ডা মাথায় খোলামেলা আলোচনা করুন। একে-অন্যের চিন্তাভাবনা সম্পর্কে গভীরভাবে জানার এবং বোঝার চেষ্টা করুন। নিজ নিজ ভাবনা ও চিন্তাগুলো শেয়ার করুন। এতেও কাজ না হলে অভিজ্ঞ কাউন্সেলরের শরণাপন্ন হোন।