মায়ের জন্য বিশেষ কী করছেন?

মাকে স্পেশাল ফিল করাতে যে কেবল উপহারই কিনে দিতে হবে এমন নয়। দুদণ্ড সময় দিন মাকে, ব্যস্ততার কারণে হয়তো সেটা নিদেনপক্ষে দেওয়া হয়ে ওঠে না। আগামী রবিবার বিশ্ব মা দিবস। এদিন মায়ের জন্য কী করছেন, সেই পরিকল্পনা করে ফেলুন এখনই।

 

১। আমাদের জীবনকে সহজ করতে এখন অনেক গ্যাজেট রয়েছে বাজারে। স্মার্ট ফোন কিংবা ইয়ার বাড কিনে দিতে পারেন মাকে। অবসরে বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গে কথা বলতে নিশ্চয় পছন্দ করবেন মা।

২। সন্তানদের প্রয়োজন ঠিকঠাক খেয়াল রাখলেও নিজের প্রতি উদাসীন থাকেন অনেক মা। মা দিবসে তাকে নিয়ে শপিংয়ে চলে যেতে পারেন। মায়ের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করে দিন।  

৩। ব্যস্ততার মাঝে হয়তো নিজের জন্য সময় বের করতে পারেন না মা। মা দিবস উপলক্ষে তাকে স্পা ভাউচার উপহার দিতে পারেন। এছাড়া বিভিন্ন পার্লার ম্যাসাজ, ফেসিয়াল বা অন্যান্য স্পা ট্রিটমেন্টে বিশেষ ছাড় দিচ্ছে দিবসটি উপলক্ষে। এগুলোও দিতে পারেন উপহার হিসেবে।

৪। মায়ের পছন্দের কোনও খাবার রান্না করে ফেলতে পারেন দিবসটি উপলক্ষে।

৫। মা দিবস উপলক্ষে বিভিন্ন অফার দিচ্ছে রেস্টুরেন্টগুলো। মাকে সঙ্গে নিয়ে ডিনার বা লাঞ্চে চলে যেতে পারেন এগুলোর যেকোনোটাই।

৬। সিল্ক, জামদানি বা মনিপুরী শাড়ি দিতে পারেন উপহার হিসেবে।

৭। মায়ের সঙ্গে সময় কাটান, সে কতোটা গুরুত্বপূর্ণ তা আরও একবার জানান। কেবল মা দিবস উপলক্ষেই নয়, সারাবছরই যত্নে রাখুন মাকে।

আরও পড়তে পারেন: মা দিবসে কোন রেস্টুরেন্টে কী অফার