ত্বক শীতল রাখবেন যেভাবে

গরমে নাজেহাল ত্বকের খানিকটা বাড়তি যত্ন জরুরি। নাহলে ব্রণ, র‍্যাশ কিংবা ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে। জেনে নিন কীভাবে শীতল রাখবেন ত্বক। 

  • দিনে কয়েকবার ঠান্ডা পানির ঝাপটায় ত্বক ধোয়ার চেষ্টা করুন। 
  • মিন্ট ও শসার নির্যাস যুক্ত ফেসওয়াশ ব্যবহার করবেন।
  • হাতের কাছে ফেসিয়াল মিস্ট রাখুন। প্রয়োজন মতো স্প্রে করে নিন ত্বকে।
  • ময়েশ্চারাইজার, বডি লোশন বা ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করুন।
  • শসা ফ্রিজে রেখে থেঁতো করে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক থাকবে শীতল। 
  • ত্বকে বরফ ঘষতে পারেন। পাতলা কাপড়ে মুড়ে তারপর ত্বকে চেপে চেপে লাগাবেন। 
  • সমপরিমাণ শসার রস ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। 
  • গ্রিন টি গুঁড়া করে অ্যালোভেরা জেল ও টক দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 

ছবি: নেটডক্টর