ঝকঝকে ত্বকের জন্য কিছু টিপস 

দাগহীন ও টানটান ত্বকের জন্য যে অনেক টাকা খরচ করে পার্লারে যেতে হবে এমন নয়। কিছু বিষয় মনে রাখলে ঘরোয়া উপায়েও পেতে পারেন উজ্জ্বল ঝকঝকে ত্বক। 

 

  • ত্বকের সুস্থতায় ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ফিরে খুব ভালো করে ত্বক পরিষ্কার করে নিন। রাতে ঘুমানোর আগেও ত্বক পরিষ্কার করবেন

  • গোলাপজল, গ্রিন টি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকে।

  • ত্বক অতিরিক্ত তেলতেলে হলে ট্রবেরি চটকে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

  • শুষ্ক ত্বকের যত্নে পাকা কলা চটকে সামান্য মধু মিশিয়ে লাগান ত্বকে।

  • প্রচুর পরিমাণে শাকসবজি ও তাজা ফল রাখুন খাদ্য তালিকায়।

  • সানস্ক্রিন ব্যবহার করবেন বাইরে যাওয়ার আগে।

  • টমেটো স্লাইস করে ত্বকে ঘষুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।

  • ত্বকে স্টিম নিয়ে ওটমিল ও মধুর প্যাক ঘষে ঘষে লাগান। ত্বকে জমে থাকা মৃত কোষ দূর হবে। 

  • প্রচুর পরিমাণে পানি ও পানিজাতীয় খাবার খাবেন।

  • চন্দনের গুঁড়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন। ত্বক উজ্জ্বল হবে। 

  • অ্যালোভেরার জেল লাগাতে পারেন ত্বকে। ত্বক থাকবে সজীব।