উইপোকার উপদ্রব থেকে মুক্তি পেতে

উইপোকাগৃহস্থালি সমস্যার অন্যতম সাদা পিঁপড়া কিংবা উইপোকার অত্যাচার। কাঠের আসবাব থেকে শুরু করে কাগজ পর্যন্ত নষ্ট করে ফেলে উইপোকা। বিরক্তিকর এ পোকা থেকে রক্ষা পাওয়ার কয়েকটি টিপস জেনে নিন-

  • সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে সলিউসন তৈরি করে যেখানে উইপোকার আনাগোনা বেশি সেখানে স্প্রে করে দিন। দূর হবে উইপোকা। 
  • পানি ও লেবুর রস মিশিয়ে দ্রবণ তৈরি করুন। স্প্রে বোতলে নিয়ে ছিটিয়ে দিন। লেবুর সাইট্রিক এসিড ধ্বংস করবে উইপোকা।
  • কাঠের আসবাবে উইপোকা বাসা বাধলে কড়া রোদে দিন আসবাব। উইপোকা থাকবে না।  

 

/এনএ/