জীবাণুনাশক ফুট ম্যাট বানাবেন যেভাবে

জুতার সঙ্গে ভাইরাস চলে আসতে পারে আপনার ঘর পর্যন্ত! বাইরে থেকে ফিরে তাই জুতা জীবাণুমুক্ত করা ভীষণ প্রয়োজন। জুতা জীবাণুমুক্ত করতে নিজেই বানিয়ে ফেলুন জীবাণুনাশক ফুট ম্যাট। দরজার বাইরে রেখে দিন এই ম্যাট। জেনে নিন কীভাবে বানাবেন।

hqdefault
একটি বড় প্লাস্টিকের ব্যাগের উপরের অংশ ফাঁকা করে নিন। একটি পুরনো তোয়ালে এই অংশের মাপ মতো কেটে উপরে বসান। ব্যাগের সঙ্গে সেলাই করে দিন তোয়ালে।

প্লাস্টিকের ব্যাগ কেটে নিন

জীবাণুনাশক দ্রবণ থাকলে পরিমাণ মতো সেটা ঢেলে দিন তোয়ালের উপর। না থাকলে বানিয়ে নিন নিজেই। এজন্য এক লিটার পানিতে বোতল ক্যাপ ভর্তি করে লাইজল ঢেলে নিন। তোয়ালে ভিজিয়ে নিন এই দ্রবণের সাহায্যে।

footbath6
জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার সামনে। পা পিছলে যাওয়া রোধ করতে এটি একটি নন স্লিপ রাবার ম্যাটের উপর রাখতে পারেন।