আন্ডারআর্ম বা বগলের কালচে দাগের জন্য হাতাকাটা জামা পরতে অস্বস্তি হচ্ছে? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে বিব্রতকর এই দাগ দূর করবেন।
আলুর রস
প্রাকৃতিক ব্লিচিং উপাদান রয়েছে আলুতে। কয়েক ফালি আলু বেটে ২ চা চামচের মতো ভিনেগার মিশিয়ে বগলে মিনিট দশেক লাগিয়ে রাখুন। শেভিংয়ের পরে তো বটেই, নিয়মিত সপ্তাহে অন্তত ৩ দিন এই মিশ্রণ লাগান। কালচে দাগ দূর হয়ে যাবে।
লেবু
লেবুর রস প্রাকৃতিক ব্লিচের কাজ করে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট কালচে দাগ দূর করতে কার্যকর। বগলে লেবুর রস মিনিট পাঁচেক লাগিয়ে রাখুন। প্রতিদিন গোসলের সময় লেবুর রস লাগাতে পারেন দ্রুত ফল পাওয়ার জন্য। আরও ভালো ফল পেতে লেবুর সঙ্গে চিনি মেশান। চিনি গলে না যাওয়া অবধি ঘষতে থাকুন।
আপেল সিডার ভিনেগার
শেভিংয়ের পর অ্যাপেল সিডার ভিনিগারে তুলা ভিজিয়ে বগলে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ৩-৪ দিন এটি ব্যবহার করুন।
অলিভ অয়েল
দুই চা চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা চামচ মোটা দানার চিনি মেশান। মিশ্রণটি ম্যাসাজ করুন বগলে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
তথ্য: জি নিউজ