রাজধানীর কলাবাগানের বাসায় গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডির ক্রাইমসিন ইউনিটের পরিদর্শক শেখ রাসেল কবির। এছাড়া হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্তের পর বিস্তারিত জানা সম্ভব হবে। আলামত সংগ্রহ শেষে সোমবার (৩১ মে) গণমাধ্যমকে তিনি এসব তথ্য বলেন।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, রবিবার রাতের কোনও এক সময় ডা. সাবিরাকে কুপিয়ে হত্যা করা হয়। তাকে হত্যার পর আগুন লাগানোর নাটক সাজানো হয়। হত্যাকাণ্ডের ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করতেই আগুন দেওয়ার নাটক সাজানো হয় বলে মন্তব্য করেন তিনি।
নারী চিকিৎসকের শরীরে আঘাতের চিহ্ন, হত্যাকাণ্ড বলছে পুলিশসিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ফ্ল্যাটের কোথাও আগুন লাগার সূত্রপাত আমরা পাইনি। কোথা থেকে আগুন লেগেছে, এমন কোনও উৎসও আমরা পাইনি। যেহেতু ডা. সাবিরাকে স্টেপ করা হয়েছে, আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এদিকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেনশাহ বলেন, ডা. সাবিরা হত্যাকাণ্ডের ঘটনায় ফ্ল্যাটের সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও বাসার দারোয়ান রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের খাতিরে এখনই তা বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।