রাজধানীর শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডে অভিযান চালিয়ে ৭৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান র্যাব-৩ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলো, মোহাম্মদ নূর হোসেন (২৮) ও মোহাম্মদ কুদ্দুস (৩২)। এ সময় জব্দ করা হয় একটি কাভার্ডভ্যানও। উদ্ধার করা হয় মাদক বিক্রির ১৮ হাজার টাকা।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
র্যাব-৪ উপ-অধিনায়ক মেজর কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই চক্রটি সীমান্তবর্তী এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ফেনসিডিল সরবরাহ করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।’