রাঙামাটিতে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, নিহত ১

নিহত ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র

রাঙামাটির দুল্লাছড়ি এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) সমর্থিত সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, রবিবার  জেএসএসের সন্ত্রাসীরা কাপ্তাই লেকে জেলেদের কাছ থেকে চাঁদাবাজির তথ্যের ভিত্তিতে জীবতলী সেনা ক্যাম্পের একটি বিশেষ টহল দল ওই এলাকায় যায়। এসময় একটি নৌকা থেকে কতিপয় সশস্ত্র সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

সেনাবাহিনীর টহল দলটি সন্ত্রাসীদের নৌকাটি আটকের চেষ্টা চালালে সন্ত্রাসীরা টহল দলের ওপর গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় টহল দলও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা লেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত নৌকাটি তল্লাশি করলে সেখানে বিল্টন চাকমা নামের একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও নৌকাটি থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আইএসপিআর জানায়, বিল্টন চাকমা জেএসএস (সন্তু) দলের একজন সক্রিয় সশস্ত্র ক্যাডার। রাঙামাটির বরাদম, জীবতলী ও মগবান এলাকার প্রধান চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে পালিয়ে থাকা সন্ত্রাসীদের আটক করার জন্য ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।