মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত ওই কারারক্ষী হাসপাতালে থাকা বন্দিদের দায়িত্ব পালন করতেন। আমরা ধারণা করছি হাসপাতাল থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে দায়িত্ব পালন করা আরও তিনজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তার উপসর্গ দেখা দেওয়ার পরই টেস্ট করানো হয়েছে। আমরা বিষয়টি মঙ্গলবার নিশ্চিত হয়েছি।