ডিআইজি মিজানের ভাগ্নের টাকার উৎস জানতে চেয়েছেন হাইকোর্ট

হাইকোর্টবরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমানের ভাগ্নে এসআই মাহমুদুল হাসানের চাকরি হওয়ার আগেসহ তার মোট টাকার উৎস সম্পর্কে জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার আগাম জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মাহমুদুলের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৯ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ৪ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় মাহমুদুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। ওইদিন জামিনের বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।