দক্ষিণ ইংল্যান্ডের মফস্বল শহর হার্টফোর্ডশায়ারের আবাসিক ও বাণিজ্যিক এলাকা লিভসডেনে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ ছবির শুটিং হয়েছে। এসব স্টুডিও ঘুরে বেড়াতে পর্যটক ও স্থানীয়দের জনপ্রিয় মাধ্যম এই ডাবলডেকার।
‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও বাস কোম্পানি গোল্ডেন ট্যুরস করোনাভাইরাসের কারণে লিভসডেনে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এর পরিবর্তে হার্টফোর্ডশায়ারের তিনটি স্থানে স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে তারা ব্যবহার করছে হ্যারি পটার বাস। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।
এনএইচএস মনে করে, এটি জাদুকরি ভাবনা!ওয়েস্ট হার্টস হাসপাতালের এনএইচএস ট্রাস্টের পক্ষে পল দা গামা বলেন, ‘অসুস্থতা ও সেলফ-আইসোলেশনের কারণে আমাদের শ্রমশক্তি হ্রাস পেয়েছে। যেসব কর্মী সুস্থ আছেন তাদের পরিবহন সংকট রয়েছে। তারা যেন নিয়মিত কর্মস্থলে আসতে পারেন সেজন্য এই শাটল বাস সেবা সত্যিই খুব দরকার ছিল।’
তথ্যসূত্র: বিবিসি