রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ১৯ পদে ৪৯ জনের চাকরির সুযোগ

রপ্তানি উন্নয়ন ব্যুরো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৯ পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ চলবে ২ থেকে আগামী ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত।

পদের বিবরণ: ১. সহকারী পরিচালক-৬ জন (নবম গ্রেড),২। গবেষণা কর্মকর্তা-২ জন (নবম গ্রেড), ৩. হিসাবরক্ষক কর্মকর্তা-১ জন (নবম গ্রেড), ৪. নির্বাহী সহকারী-১ জন (১১তম গ্রেড), ৫. তদন্তকারী-৭ জন (১১তম গ্রেড), ৬. সহকারী সম্পাদক-১ জন (১১তম গ্রেড), ৭. ফটোগ্রাফার-১ জন (১২তম গ্রেড), ৮. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-১ জন (১৩তম গ্রেড), ৯.কম্পিউটার অপারেটর-১ জন (১৩তম গ্রেড), ১০. ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট-২ জন (১৪তম গ্রেড), ১১. হিসাব সহকারী (ইউডিএ)-১ জন (১৪তম গ্রেড), ১২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-২ জন (১৪তম গ্রেড), 
১৩. অভ্যর্থনাকারী-১ জন (১৪তম গ্রেড), ১৪. টেলিফোন অপারেটর-১ জন (১৬তম গ্রেড), ১৫. নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৮ জন (১৬তম গ্রেড), ১৬. কম্পিউটেটর-১ জন (১৬তম গ্রেড), ১৭. গাড়ীচালক-৩ জন (১৬তম গ্রেড), ১৮. অফিস সহায়ক-১ জন (২০তম গ্রেড), ১৯. অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী-৮ জন (২০তম গ্রেড)।

যোগ্যতা: আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমাসহ বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখানে এখানে

বয়সসীমা: ২৫ মার্চ ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://epb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

দেখুন: আজকের চাকরির আরও খবর