বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনামূলক র্যালি বের করা হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ক্যানসার প্রতিরোধে আরও সচেতন এবং উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি ক্যানসার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন।
ওরাল ক্যানসার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য— তামাক পাতা, জর্দা ও সুপারি পরিহার করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে ক্যানসার প্রতিরোধে সচেতনতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যানসার প্রতিরোধ করতে পারেন। তাছাড়া সময় মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যানসার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিক্যাল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।