ডেঙ্গুতে একদিনে রোগী ভর্তির রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। এখন পর্যন্ত একদিনে ভর্তি হওয়া সর্বোচ্চ রোগীর সংখ্যা এটি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৯৫০ জন, বাকি ২ হাজার ৬৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।