বিশ্ব ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) এই ক্যাম্প আয়োজিত হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে মগবাজারে হাসপাতালের ১ নম্বর ভবনে আয়োজিত ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ক্যাম্পে চার জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ১১৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ ডা. তাসনিম হোসাইন, ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল, কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. নাছিম-ই-তাছনিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পাইলস, ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মীরা পারভীন এবং ক্যানসার ও টিউমার বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রিফাত জিয়া হোসেন।
‘আর নয় লজ্জা ও ভয়, স্তন ক্যানসার নিরাময় হয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চিকিৎসকরা রোগীদের ব্রেস্ট ক্যানসার সম্পর্কে ফ্রি কাউন্সেলিং করেন। এ দিন রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।