হৃদরোগ ইন্সটিটিউটের নতুন পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের কারডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে শর্ত হিসেবে বলা হয়েছে, আগামী তিন কর্ম দিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি হিসেবে গণ্য হবেন। অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নেবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

এছাড়া আলাদা অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. মো. মাসুদ পারভেজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের ওএসডি থেকে আইএইচটিতে বদলির আদেশাধীন ডা. মো. ইলিয়াস চৌধুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদকে রংপুরের বিভাগীয় পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পাশাপাশি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।