বিকন মেডিকেয়ারে ওরাকল নেটসুইট বাস্তবায়ন উদযাপন

সফলভাবে ওরাকল নেট সুইট বাস্তবায়ন উদযাপন করেছে বিকন মেডিকেয়ার। রবিবার (৪ জুন) ট্যাংগ্রাম টেক সলিউশন এবং বিকন মেডিকেয়ার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিকন বিজনেজ সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

বিকন ফার্মাসিউটিক্যালসের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান বিকন মেডিকেয়ার ওরাকল নেটসুইট সফলভাবে বাস্তবায়ন করেছে যা একটি অত্যাধুনিক ক্লাউডভিত্তিক এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সলিউশন। প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। ট্যাংগ্রাম টেক দক্ষতার সঙ্গে এই কাজ বাস্তবায়ন করে বলে জানানো হয়। কারণ বাংলাদেশে একমাত্র তারাই এই সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তা অনুধাবন করে তারা এটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকন মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবাদুল করিম, পরিচালক মঞ্জুরুল আলম এবং ট্যাংগ্রামের ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকারসহ অন্য কর্মকর্তারা।