যুক্তরাষ্ট্রের টেক্সাসের উত্তরাঞ্চলে আটক কিছু অভিযুক্ত ভেনেজুয়েলান গ্যাং সদস্যের বিতাড়ন সাময়িকভাবে স্থগিত রাখতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট সরকারকে এই নির্দেশ দেয়। বলে, এই আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রস্তাবিত বন্দি শ্রেণির কোনও সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণ করা যাবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তবে বিচারপতি ক্লারেন্স থমাস এবং স্যামুয়েল আলিটো এই আদেশে মতভেদ করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলান গ্যাং ত্রেন দে আরাহুয়ার-সদস্যদের যুক্তরাষ্ট্রে ‘আক্রমণ, হামলার চেষ্টা এবং হুমকি’ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। ট্রাম্প তাদের বিরুদ্ধে ১৭৯৮ সালের বহিঃশত্রু আইন (এলিয়েন এনিমিস অ্যাক্ট) ব্যবহার করেন। এই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে “শত্রু” দেশের নাগরিকদের বিনা বিচারেই আটক বা বিতাড়নের ক্ষমতা দেয়।
তবে নাগরিক অধিকার সংস্থা ১৮ শতকের একটি যুদ্ধকালীন আইনের আওতায় এই ভেনেজুয়েলানদের বিতাড়নের পরিকল্পনার বিরুদ্ধে মামলা করেছে। নিম্ন আদালত এই বিতাড়ন ১৫ মার্চ সাময়িকভাবে স্থগিত করেছিল।
এরপর সুপ্রিম কোর্ট ৮ এপ্রিল রায় দেয় যে, ট্রাম্প বহিঃশত্রু আইনের ব্যবহার করে অভিযুক্ত গ্যাং সদস্যদের বিতাড়ন করতে পারেন, তবে তাদের অবশ্যই বিতাড়নের আগে আদালতে তা চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে।
৮ এপ্রিল পর্যন্ত ২৬১ জন ভেনেজুয়েলানকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, এদের মধ্যে ১৩৭ জনকে বহিঃশত্রু আইনের অধীনে অপসারণ করা হয়েছে।