টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত ভিডিও তৈরির অ্যাপ টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে তিনি চীনের ওপর আরোপিত শুল্ক কমানোর কথা বিবেচনা করতে পারেন। বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, টিকটকের ক্ষেত্রে চীনকে সম্ভবত অনুমোদনের মাধ্যমে অবশ্যই একটি ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি তারা সেটি করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প আরও বলেন, সম্ভবত আমি তাদের শুল্কে সামান্য ছাড় দিতে পারি বা কিছু করতে পারি যাতে এটি সম্পন্ন হয়।

ট্রাম্প আরও বলেছেন, প্ল্যাটফর্মটির জন্য একজন চীনা নন-এমন ক্রেতা খুঁজে পাওয়ার সময়সীমা ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ব্যাপারে তিনি প্রস্তুত। তিনি আশা করেন অন্তত চুক্তির রূপরেখা ৫ এপ্রিলের সময়সীমার মধ্যে চূড়ান্ত হবে।

জানুয়ারিতে বাইডেন প্রশাসনের সময় পাস হওয়া টিকটক নিষিদ্ধ বা মালিকানা বিক্রির আইনটি বিলম্বিত করেন ট্রাম্প  । অথচ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর টিকটক বিক্রির বা নিষিদ্ধের নির্দেশ দিয়েছিল বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করেন ট্রাম্প।

বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য টিকটক এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করেছে।

টিকটক ব্যবসা বিক্রির ক্ষেত্রে প্রধান বাধা সবসময়ই ছিল বেইজিংয়ের অনুমোদন নিশ্চিত করা, যা ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের।

ট্রাম্প অতীতেও আলোচনায় চাপ প্রয়োগের জন্য শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

হোয়াইট হাউজে ফিরে আসার প্রথম দিন, ২০ জানুয়ারি, ট্রাম্প চীনকে সতর্ক করে বলেন যে, যদি তারা টিকটক চুক্তিতে সম্মতি না দেয়, তবে আরও শুল্ক আরোপ করা হবে।

এই অত্যন্ত জনপ্রিয় অ্যাপটি প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন নাগরিক ব্যবহার করে।

ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তবে বর্তমানে প্ল্যাটফর্মটিতে একটি অ্যাকাউন্ট খুলেছেন। তার ১৫ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে এবং তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তিনি এই অ্যাপে বিলিয়ন ভিউ পেয়েছেন।

এদিকে এই মাসে যুক্তরাষ্ট্র চীনের সমস্ত আমদানির ওপর শুল্ক ২০% পর্যন্ত বাড়িয়েছে। এটি ৪ ফেব্রুয়ারিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর ট্রাম্প আরোপিত শুল্কের দ্বিগুণ।

১০ ফেব্রুয়ারি চীন পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে কিছু মার্কিন কৃষিপণ্যের ওপর ১০-১৫% শুল্ক আরোপ করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়।