ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে গিয়ে গ্রেফতার সন্দেহভাজন বন্দুকধারী রায়ান রুথ ফ্লোরিডার গলফ মাঠের পাশের ঝোঁপ-ঝাড়ে বন্দুক হাতে প্রায় ১২ ঘণ্টা ওত পেতে ছিলেন। রুথের ফোন রেকর্ডে দেখা যায়, ঘটনার প্রায় সাড়ে ১১ ঘণ্টা আগে রবিবার ভোরেও ফোনটি গলফ মাঠে ছিল। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে মার্কিন সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রো সাংবাদিকদের বলেছেন,সন্দেহভাজন ব্যক্তি গলফ মাঠের সীমানা বরাবর একটি বেড়ার জনসাধারণের জন্য উন্মুক্ত অংশে অবস্থান করছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার সন্দেহভাজন রায়ান রুথকে ওয়েস্ট পাম বিচের ফেডারেল আদালতে হাজির করা হয়। তাকে দুইটি অস্ত্র-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আগ্নেয়াস্ত্র রাখা এবং মুছে ফেলা সিরিয়াল নম্বরসহ অস্ত্র রাখার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।
২০০২ সালে উত্তর ক্যারোলিনায় একটি নিবন্ধনবিহীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র রাখার দোষ স্বীকার করেন রুথ। ওই অস্ত্র রাজ্য আইনে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে সংজ্ঞায়িত। তবে ওই সময় তাকে কারাগারে পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এছাড়া ২০১০ সালে চুরি করা মালামাল রাখার অপরাধেও দোষী সাব্যস্ত হন তিনি।
তবে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে রুথ তার পক্ষে আইনজীবী রাখার দাবি করেন।
তবে তিনি ট্রাম্পকে সরাসরি গুলি করেননি বা কোন গুলি চালাননি। সিক্রেট সার্ভিসের কর্মীরা একটি রাইফেলের ব্যারেল ঝোপ থেকে বের হতে দেখে গুলি চালায়।
ওই সময় সন্দেহভাজন একটি স্পোর্টস ইউটিলিটি গাড়িতে করে পালিয়ে যায়। তার গাড়ির নম্বরপ্লেট একটি চুরি করা গাড়ির বলে জানা যায়। প্রায় ৪০ মিনিট ড্রাইভ করার পর তাকে গ্রেফতার করা হয়।
এরপর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে, কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি তার এত কাছাকাছি যেতে পারলো। বিশেষ করে জুলাইয়ে পেনসিলভানিয়ার একটি সমাবেশে হামলার শিকার হওয়ার পর তার নিরাপত্তা আরও বাড়ানো দরকার ছিল।
ঘটনার পর ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটদের উসকানিমূলক বক্তব্যের কারণে এই ঘটনা ঘটেছে।
যদিও কর্তৃপক্ষ এখনো কোনো উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রমাণ দেয়নি, ট্রাম্প দাবি করেন যে এটি বাইডেন ও কমলা হ্যারিসের কারণে হয়েছে। কারণ
বিডেনসহ ডেমোক্র্যাটরা বারবার ট্রাম্পকে গণতন্ত্রের জন্য বিপদ বলে অভিহিত করেছেন।
বাইডেন এবং কমলা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ট্রাম্পের সাথে ফোনে কথাও বলেছেন বাইডেন। তার এই ফোন কলকে ‘খুব ভালো কল’ হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প।