পূর্ব ভূমধ্যসাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিহত ৫ সেনা

পূর্ব ভূমধ্যসাগরে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। রবিবার ইউএস ইউরোপিয়ান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিয়মিত সামরিক প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

মার্কিন সেনাবাহিনী বলছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে বিমানটি রিফুয়েলিং করার সময় দুর্ঘটনার শিকার হয়। 

এদিকে নিহতদের খবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সেনারা প্রতিদিন আমাদের সেবা দেওয়ার জন্য নিজেদের জীবন বাজি রাখছে। তিনি আরও বলেন, আমরা নিহত সব যোদ্ধাদের জন্য প্রার্থনা করি।

সামরিক বিবৃতিতে হেলিকপ্টারটি  কোথা থেকে যাত্রা শুরু করেছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। তবে, ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাত শুরুর পর মার্কিন সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে তাদের তৎপরতা বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র গত এক মাসে পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী, সেই সঙ্গে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে। বিশেষ করে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যেন এই সংঘাতে যোগ দিতে না পারে তা নিশ্চিত করতে সচেষ্ট যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ হলো ইরান সমর্থিত গোষ্ঠী যা হামাসকে অস্ত্র দিয়ে ও আর্থিকভাবে সহায়তা করে।