সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলা। রিপাবলিকান ন্যাশনাল কমিটির দাতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এই কাজে নিজেদের এফ-২২ প্লেন ব্যবহার করা।
ট্রাম্প আরও বলেন, ‘এতে আমরা বলতে পারবো, চীন করেছে এটা, আমরা করিনি, আর তারা পরস্পর যুদ্ধ করবে আর আমরা পেছনে বসে থাকবো আর দেখবো।’
ট্রাম্পের এই মন্তব্যের পর সমবেত দাতারা হেসে ওঠেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যের একটি রেকর্ডিংয়ের কথা উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য অনলাইনে ব্যাপক উপহাসের বিষয়ে পরিণত হয়েছে। কেউ কেউ আবার ফটোশপ ব্যবহার করে চীনের পতাকা লাগালে মার্কিন প্লেন দেখতে কেমন হবে তাও দেখানোর চেষ্টা করেছেন।
I tried to figure out what Trump’s plan would look like exactly and this is what I came up with pic.twitter.com/npngIwIDUR
— Acyn (@Acyn) March 6, 2022
উল্লেখ্য, রুশ হামলার মুখে ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করতে ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বড় সংঘাত শুরুর আশঙ্কায় এমনটি করতে নারাজ ন্যাটো। হোয়াইট হাউজ জানিয়ে দিয়েছে, ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠার চেষ্টা ‘ভালো কোনও পরিকল্পনা নয়।’ এ ধরনের কোনও কিছু কার্যকর করতে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেধে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির সর্বোচ্চ পদাধিকারী, ট্রাম্পের দল রিপাবলিকানের সিনেটর মার্কো রুবিও সিএনএনের এক টকশোতে বলেন, ‘নো-ফ্লাই জোন’ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া।