কোভিডের ঝুঁকি কমাবে ওষুধ, দাবি অ্যাস্ট্রাজেনেকার

করোনার প্রতিষেধক টিকার বিকল্প ওষুধের কার্যকারিতার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। সোমবার এক ঘোষণায় জানিয়েছে, তাদের তৈরি কোভিড-১৯ আক্রান্ত রোগীর অ্যান্টিবডি তৈরিতে খাবার ওষুধ কার্যকর। যা রোগীদের গুরুতর অবস্থা কিংবা মৃত্যুর ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।

সোমবার (১১ অক্টোবর) প্রতিষ্ঠানটি তাদের গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফল ঘোষণা করে। এতে টিকার পরিবর্তে বিকল্প ওষুধের কার্যকর হতে পারে। গবেষণার ফলাফলে দেখা গেছে, দুটি অ্যান্টিবডির মিশ্রণে তৈরি ‘এজেড ৭৪৪২’ নামের ওষুধ প্রয়োগের ফলে হাসপাতালে ভর্তি না হওয়া গুরুতর রোগীর ৫০ শতাংশ ঝুঁকি কমে গেছে। যারা সাত দিন বা তারও কম সময় করোনার লক্ষণ ছিল।  

শারীরিক জটিলতার জন্য করোনার টিকা আবিষ্কারের শুরু থেকে বড় বড় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো টিকার বিকল্প মেডিসিন তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ওষুধ সুরক্ষা দেবে যারা টিকা নেয়ার মত যথেষ্ঠ শারীরিক সক্ষমতা রাখেন না।

করোনা মহামারী প্রতিরোধে এই ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী গবেষণার তদন্তকারী প্রধান হিউ মন্টেগোমারি।