সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি, উদ্বেগ জানালো ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স

জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান লাবুকে হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আয়ারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স। শুক্রবার (১৮ এপ্রিল) সংগঠনটি তার সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছে।

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স উল্লেখ করেছে, জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর হুমকি ও হয়রানির শিকার হয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী নুরুজ্জামান লাবু। গত ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত একাধিক অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোন ও সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে। হুমকিদাতাদের মধ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত এক ব্যক্তিও রয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে পুলিশে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লাবু। এ ঘটনায় জাতীয় সাংবাদিক সংগঠনগুলো একাত্মতা জানিয়েছে এবং তার সুরক্ষার দাবি তুলেছে। 

ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স নুরুজ্জামান লাবুর সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনের জন্যই তাকে হুমকি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকারের কাছে মানবাধিকার সংস্থাটি চারটি দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে, নুরুজ্জামান লাবুর সুরক্ষা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া, হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের নির্ভয়ে কাজ করার অধিকার নিশ্চিত করতে সরকারি বিবৃতি দেওয়া এবং বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গীকার অনুযায়ী সব মানবাধিকারকর্মী ও সাংবাদিককে হুমকি ও হয়রানি ছাড়া কাজ করার পরিবেশ নিশ্চিত করা।