বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসার দিন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে দিনটি উদযাপিত হলো। দিনটি মূলত ভালোবাসা প্রকাশের দিন, যেখানে মানুষ তাদের প্রিয়জনদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্নেহ প্রকাশ করেন। ছবিতে দেখুন বিভিন্ন দেশে ভালোবাসা দিবসের আয়োজন।
লন্ডনে ভালোবাসা দিবস উপলক্ষে ছবি তোলার জন্য পোজ দেন এক দম্পতি। ছবি: এপি।
ভারতের মুম্বাইয়ে প্যারাডক্স মিউজিয়ামে ভালোবাসা দিবসে সেলফি তোলেন এক দম্পতি। ছবি: এপি।
জার্মানির সোয়াবিয়ান আলবেতে ভালোবাসা দিবসে তুষার ও খড় দিয়ে তৈরি এক নবদম্পতির প্রতিকৃতি দেখা গেছে। ছবি: এপি।
রাশিয়ার মস্কোতে ভালোবাসা দিবসে নানা রংয়ের ফুলের পসরা নিয়ে একটি কিওস্কের পাশে বসে আছেন এক বিক্রেতা। ছবি: এপি।
দক্ষিণ কোরিয়ার সিউলে নামসান পর্বতের নর্থ সিউল টাওয়ারে ভালোবাসা দিবসে ‘লাভ লক’ দিয়ে ঢাকা একটি বেড়ার সামনে ছবি তোলেন এক দম্পতি। ছবি: এপি।