পাথরের ছবির দাম ১১ কোটি টাকা

পাথরের একটি ছবি বিক্রি হয়েছে প্রায় ১৩ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ৫ লাখ টাকারও বেশি। সোমবার রাতে পাথরের এই ছবিটি অনলাইনে বিক্রি হয়।

ছবিটি এথাররক নামে একটি ডিজিটাল সম্পদের ব্রান্ডের মালিকানাধীন। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি এটি।

জেপিইজি ফরম্যাটের কার্টুন পাথরের ছবিটির দাম এতো বেশি কেন? এথাররক ওয়েবসাইট বলছে, ‘ভার্চুয়াল এই পাথরটি কেনা ও বিক্রি ছাড়া আর কিছুই করা যায় না। আর এর মাধ্যমে এই ধরনের মাত্র একশ’টি পাথরের মধ্যে একটির মালিক হওয়ার শক্তিশালী গৌরব অনুভব করা যেতে পারে।’

দুই দিন আগে এথাররক-এ সবচেয়ে কম দামে বিক্রি হওয়া পাথরের ছবির দাম ছিলো তিন লাখ পাঁচ হাজার ডলারের বেশি। দুই সপ্তাহ আগে তা বিক্রি হয়েছে ৯৭ হাজার ৭১৬ ডলারে।