ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনটেইনার বন্দর বান্দর আব্বাসে বড় বিস্ফোরণে মৃতের সংখ্যা অন্তত ৭০ জনে পৌঁছেছে। আহত হয়েছে ১,২০০ জনেরও বেশি। সোমবার (২৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। যদিও ফায়ার সার্ভিস কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

শনিবারের এই বিস্ফোরণ ঘটে বন্দরের ‘শহীদ’ সেকশনে, যা ইরানের সবচেয়ে বড় কনটেইনার কেন্দ্র। বিস্ফোরণের পর থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল। তবে দমকা হাওয়া ও কনটেইনারে থাকা দাহ্য পদার্থের কারণে মাঝে মাঝে নতুন করে আগুন ধরে যাচ্ছিল। কিছু কনটেইনার থেকে বিষাক্ত গ্যাসও নির্গত হচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে,  বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার তৎপরতা চলছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কনটেইনারগুলো সরাতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, শহীদ রাজায়ী এলাকায় আগুন মোকাবেলার জাতীয় কার্যক্রম শেষ হয়েছে। অগ্নি নির্বাপণের দায়িত্ব এখন স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।