ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা হবে ওমানে

ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে যাচ্ছে শনিবার। তবে ইরান বলছে, এটি ‘পরোক্ষ’ আলোচনা হবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরাঘছি ওমানের রাজধানী মাস্কটে মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। তবে তেহরান সরাসরি আলোচনার সম্ভাবনাকে ‘অর্থহীন’ বলে আখ্যায়িত করেছে। 

হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। শনিবার বড় একটি বৈঠক হবে। দেখা যাক কী হয়।

তিনি আরও বলেন, ইরান যদি পরমাণু চুক্তি না করে, তাহলে তাদের ওপর বোমা বর্ষণ করা হবে।

ট্রাম্পের এই হুমকিকে ‘মনস্তাত্ত্বিক অভিযান’ বলে অভিহিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত সংবাদমাধ্যম নুরনিউজ। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওমান। ট্রাম্প ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। 

এদিকে চীন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ওয়াশিংটনকে ‘আন্তরিকতা’ দেখানোর আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকেই রাজনৈতিক আন্তরিকতা দেখাতে হবে।