ইসরায়েলের আকাশে ইয়েমেনি একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (২৫ ডিসেম্বর) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করলে সেটি প্রতিহত করে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এ সময় সাইরেন সক্রিয় করা হয়েছিল।
একটি বিবৃতিতে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, সুরক্ষিত স্থানে সরে যাওয়ার সময় প্রায় নয়জন আহত হওয়ার খবর পেয়েছে তারা।
সামাজিত যোগাযোগমাধ্যম এক্স-এ করা একটি পোস্টে আইডিএফ বলেছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে ৫ম বারের মতো লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরান-সমর্থিত হুথিরা বারবার ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা করছে তারা।