ইরানে ইসরায়েলের আক্রমণ ছিল যথাযথ ও শক্তিশালী: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানে ইসরায়েলের বিমান হামলা ‘যথাযথ ও শক্তিশালী’ ছিল এবং এটি সমস্ত লক্ষ্য অর্জন করেছে। রবিবার (২৭ অক্টোবর) তিনি এই মন্তব্য করেছেন। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ইরানের আক্রমণের জবাব দেব এবং শনিবার আমরা আঘাত হেনেছি। ইরানে আমাদের আক্রমণ ছিল যথাযথ ও শক্তিশালী। যা সব লক্ষ্য অর্জন করেছে।

শনিবার ভোরে ইসরায়েল বহু প্রতীক্ষিত প্রতিশোধমূলক হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও লঞ্চ সাইটসহ কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরান আগে থেকেই ইসরায়েলের প্রতিশোধের জন্য প্রস্তুত ছিল। ১ অক্টোবর ইরানের সরাসরি আক্রমণে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার ফলে অধিকাংশ মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। একজন ফিলিস্তিনি ব্যক্তি নিহত হন এবং সামরিক ঘাঁটিসহ বিভিন্ন আবাসিক এলাকায় ক্ষতি হয়। তবে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় যে এই আক্রমণ কোনও কার্যকরী প্রভাব ফেলেনি।

নেতানিয়াহু আরও বলেন, ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল আক্রমণ করেছে এবং এই আক্রমণ ব্যর্থ হয়েছে। আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। বিমানবাহিনী ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতায় আঘাত করেছে।

শনিবারের হামলার পেছনে ছিল কয়েক মাস ধরে চলা একটি পরিকল্পনা। যার উদ্দেশ্য ছিল ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাসকে বিচ্ছিন্ন করা। তিনি বলেন, দুই দিন আগে আমরা অক্টোপাসের মাথা, অর্থাৎ ইরানি শাসনব্যবস্থায় আঘাত হেনেছি।

তিনি ইরানের জনগণের প্রতি বার্তা দিয়ে বলেন, আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধে নয় বরং সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে, যারা আপনাদের নির্যাতন করছে এবং অঞ্চলকে হুমকির মুখে ফেলছে।

একই দিনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানে এই নির্ভুল, প্রাণঘাতী ও বিস্ময়কর হামলা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে। আর তা হলো, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, ইসরায়েলের দীর্ঘ হাত যে কাউকে আঘাত করতে সক্ষম।