গাজায় ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন (ইউএনআরডব্লিউএ)-এর ‘বিশেষাধিকার এবং সুরক্ষা’ বাতিল করতে ইসরায়েলের একটি খসড়া বিলের নিন্দা করেছেন সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রবিবার (২৭ অক্টোবর) জাপান, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা খসড়া ইসরায়েলি আইনের ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় ইউএনআরডব্লিউএ-এর কাজকে ‘জীবনরক্ষাকারী’ বলে অভিহিত করেছেন মন্ত্রীরা। সংস্থাটির পরিষেবা বন্ধ হয়ে গেলে ইতোমধ্যেই সংকটময় ও দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতিতে বিশেষ করে উত্তর গাজায় ‘বিধ্বংসী প্রভাব’ পড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা।
গাজায় ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রম নিষিদ্ধ করতে বিলটি নিয়ে ইসরায়েলের পার্লামেন্টে বিতর্ক চলছে।
সাত মন্ত্রী আরও বলেছেন, ‘আমরা ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলতে এবং ইউএনআরডব্লিউএ-এর সুরক্ষা ও বিশেষাধিকার অক্ষত রাখা এবং সম্পূর্ণ,দ্রুত, নিরাপদ ও বাধাহীন মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মৌলিক সেবা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছি।’
গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার লাখ লাখ ফিলিস্তিনিদের শিক্ষা স্বাস্থ্যসেবা ও সহায়তা প্রদান করে আসছে ইউএনআরডব্লিউএ। তবে ইসরায়েলের অভিযোগ সংস্থাটির ১০ শতাংশের বেশি কর্মী সন্ত্রাসী সংগঠন-হামাসের সঙ্গে জড়িত।